ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক।
সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) তৃতীয় তলার মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনবির উপদেষ্টা সম্পাদক ও ফোরামের উপদেষ্টা ফরিদ হোসেন, যিনি নতুন কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করেন।
সভাপতি: সাহাদাৎ রানা (এটিএন নিউজ)
সাধারণ সম্পাদক: সৈকত সাদিক (৭১ টিভি)
সিনিয়র সহ-সভাপতি: জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা)
সহ-সভাপতি: আঙ্গুর নাহার মন্টি (বিবার্তা২৪ডটনেট)
যুগ্ম সম্পাদক: আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন)
যুগ্ম সম্পাদক: এম মামুন হোসেন (সময়ের আলো)
কোষাধ্যক্ষ: শাহজাহান স্বপন (এফএনএস)
সাংগঠনিক সম্পাদক: মেহেদী আল আমিন (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম)
দপ্তর সম্পাদক: রুমেল খান (জনকণ্ঠ)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: ইমরান-উজ-জামান (বিটিভি)
আরিফ সোহেল (২৪ ঘণ্টা টিভি ডটকম), নাজমুল আজাদ শুক্তি (রূপবানী), শাহ আলম খান (আজকের পত্রিকা), মিল্টন আনোয়ার (৭১ টিভি), সাহাদাত পারভেজ (দেশ রূপান্তর), শামসুদ্দিন আহমেদ হীরা (জিটিভি), নুর হোসেন পিপুল (আজকের দৈনিক), আহমেদ তেপান্তর (আজকালের খবর), মো. হাসান ইমাম ইমরান (বৈশাখী টিভি), মো. সৌরভ (নিউ এইজ)।
দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আরিফ সোহেল। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা, এবং কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন সংগঠনের আয়-ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।
এ সময় ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম মহসীন, স্বপন দাশগুপ্ত, এবিএম রফিকুর রহমান, বুলবুল আহমেদ, নূরে জান্নাত সীমা, সিনিয়র সদস্য এস এম আবুল হোসেন, রাজু আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতারা তাদের বক্তব্যে সাংবাদিকদের কল্যাণে কাজ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ এবং মুন্সীগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে ফোরামকে আরও সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।