
ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকায় ইস্যু করা হয় না, সেসব দেশের জন্য ঢাকায় একটি যৌথ ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠককালে তিনি এ অনুরোধ জানান।
উপদেষ্টা বলেন, ইউরোপে বাংলাদেশিদের নিয়মিত যাতায়াত রয়েছে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা ও পর্যটনের মতো বিভিন্ন উদ্দেশ্যে। ভারতের দিল্লি গিয়ে ইইউভুক্ত দেশগুলোর ভিসা সংগ্রহ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এজন্য ঢাকায় একটি সম্মিলিত ভিসা সেন্টার প্রয়োজন।
রাষ্ট্রদূত জানান, তিনি ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবপাচার, অভিবাসন ও বাংলাদেশের চলমান প্রশাসনিক সংস্কার নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বলেন, অবৈধ অভিবাসন রোধে ইইউ, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় ডায়ালগ ও সমঝোতা স্মারক সই হতে পারে। এ বিষয়ে ইইউ নেতৃত্ব দিতে প্রস্তুত।
স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বলেন, বাস্তবে কক্সবাজারে অবস্থানকারী শরণার্থীর সংখ্যা ১.২ মিলিয়নের চেয়েও বেশি। এতে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিতে চাপ বাড়ছে।
অপরাধ প্রবণতা বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে, তবে প্রতিবেশী একটি দেশ বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।