
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গেজেট আকারে ঘোষণা দেওয়ার আগে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, “আদালতের রায়ের পর এখন আমরা গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ে পরামর্শ চেয়ে চিঠি দিচ্ছি। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
তিনি আরও জানান, গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব থাকবে স্থানীয় সরকার বিভাগের ওপর।
এর আগে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফল বাতিল করে তৎকালীন বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। রায়ে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিজয় বাতিল এবং তার নামে জারি করা সরকারি গেজেটও প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে জয়ী হন এবং সেই বছরের ১৬ মে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে হিসেবে দক্ষিণ সিটির বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের জুনে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আদালতের রায়ের কপি কমিশনে পৌঁছানোর পর তা পর্যালোচনা করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র সংক্রান্ত এক পূর্ববর্তী মামলার আলোকে ইসি এখন একই ধরনের আইনি পদ্ধতি অনুসরণ করছে।