ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, “রাশিয়া সবসময় শান্তি উদ্যোগকে ইতিবাচকভাবে দেখে আসছে। আশা করি কিয়েভের নেতারাও তা-ই করবেন।”
তবে আলোচনার সম্ভাবনার মাঝে ইউক্রেনজুড়ে রুশ হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝিয়া শহরের একটি অ্যাপার্টমেন্টে রুশ হামলায় এক নারী নিহত এবং চার শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। একই দিন খারকিভে রুশ হামলায় আহত হয়েছে সাতজন।
প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার বলেন, “ওডেসা, স্যামি, দোনেস্ক-সহ দক্ষিণাঞ্চলের বহু এলাকায় হামলা হয়েছে। এটা ইচ্ছাকৃত রুশ সন্ত্রাস।” তিনি বলেন, “এই হামলা মাত্র একটি আদেশেই বন্ধ করা সম্ভব।” জেলেনস্কি বেসামরিক অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার বন্ধে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানান, পুতিনের বক্তব্যে শান্তি আলোচনায় আগ্রহ এবং বেসামরিক হামলা বন্ধের সম্ভাবনার ইঙ্গিত রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের পরই পুতিন সরাসরি আলোচনার পথে সাড়া দিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনো পর্যন্ত কোনও সরাসরি বৈঠক হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।