
ফিলিস্তিনভিত্তিক ডিজিটাল অধিকার সংস্থা সাদা সোশ্যাল গাজায় আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল কর্তৃক পরিচালিত উস্কানিমূলক অভিযানকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক প্রচারণার অংশ, যার লক্ষ্য স্বাধীন সাংবাদিকতাকে নীরব করা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের কভারেজ দমন করা।
সাদা সোশ্যাল উল্লেখ করে, এই ধরনের উস্কানির মর্মান্তিক পরিণতি ইতোমধ্যে দেখা গেছে। ২০২৪ সালের জুলাই মাসে আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক ইসমাইল আল-ঘৌল গাজায় দায়িত্ব পালনকালে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। তিনি সত্য প্রতিবেদন এবং মানবাধিকার লঙ্ঘনের তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য জীবন উৎসর্গ করেন।
সংস্থাটির মতে, এই উস্কানিমূলক তৎপরতা কেবল সামরিক বা সরাসরি আক্রমণেই সীমাবদ্ধ নয়; এটি ডিজিটাল প্ল্যাটফর্মেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, টেলিগ্রাম চ্যানেল, বসতি স্থাপনকারীদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ও চরমপন্থী গোষ্ঠীর পৃষ্ঠাগুলিতে সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার আহ্বান জানানো হচ্ছে। এই পোস্টগুলো কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাংবাদিকদের উপর হামলাকে “ন্যায্য” প্রমাণ করার জন্য একটি তথ্যযুদ্ধের অংশ হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
সাদা সোশ্যাল হুঁশিয়ারি দিয়ে জানায়, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকদের জীবনের জন্য সরাসরি হুমকি তৈরি করছে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় যেন তারা গাজায় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করে এবং স্বাধীন গণমাধ্যমের উপর এমন হামলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।