
ঢাকা সিটি কলেজে ছাত্রদের একাংশের হামলার ঘটনায় কলেজের স্থাপনায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশবাসী, পুলিশ এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।
অধ্যক্ষ জানান, “আজ সকাল এগারোটার দিকে কিছু ‘ছাত্র নামধারী সন্ত্রাসী’ অতর্কিতভাবে কলেজে হামলা চালায়। এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”
তিনি আরও জানান, এ ধরনের হামলা রমজানের আগেও ঘটেছিল। তাই এবার জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং ঢাকা জেলা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অধ্যক্ষ বলেন, “ঢাকা সিটি কলেজ আমাদের জাতীয় সম্পদ। আমাদের ছাত্রদের আমরা সবসময় বলি—তোমরা ভাই-ভাই। মনোমালিন্য হতে পারে, কিন্তু তা থেকে সংঘাত এবং স্থাপনায় ভাঙচুর কোনভাবেই গ্রহণযোগ্য নয়।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানায়। পাশাপাশি, সংঘাত এড়াতে আগামী দুই দিনের জন্য—বুধবার ও বৃহস্পতিবার—ঢাকা সিটি কলেজের সব ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।