বিশ্ব যখন একাধিক বৈশ্বিক সংকটের চাপে জর্জরিত, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “এই পৃথিবী হতে হবে এমন এক কাঠামোর, যেটি গঠিত হবে জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সমন্বয়ে, এবং যা নিশ্চিত করবে একটি সর্বজনীন স্থায়িত্ব।” মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া মূল বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, “আজকের তরুণরাই এই গ্রহের প্রকৃত উত্তরাধিকারী। তাদের পেছনে ফেলে আমরা সামনে এগোতে পারি না। আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি, কীভাবে তরুণ সমাজ নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তিতে পরিণত হতে পারে।”
এর আগে, কাতারে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নিয়েছেন। সম্মেলনের পাশাপাশি আমিরের সঙ্গে তার একটি উচ্চপর্যায়ের বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য—“আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান”। সম্মেলনে বিশ্বের নীতিনির্ধারক, চিন্তাবিদ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন এবং জলবায়ু, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে মতবিনিময় করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।