০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৪০৭ কোটি টাকার সম্পত্তি ক্রোক! বিপাকে এস আলম গ্রুপ চেয়ারম্যান

মানিলন্ডারিংয়ের অভিযোগে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৫৯.১৫ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ক্রোক হওয়া এসব জমি ঢাকা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অবস্থিত। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, এসব জমির বাজারমূল্য ৪০৭ কোটি টাকা।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়,

“সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে অনিয়মতান্ত্রিকভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং সেই অর্থে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।”

এছাড়া অনুসন্ধান চলাকালে সম্পত্তি হস্তান্তরের ঝুঁকি থাকায় সম্পদগুলো তাৎক্ষণিকভাবে ক্রোকের আবেদন করে দুদক।

অভিযোগ: বিধিবহির্ভূত ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাৎ

সম্পদ: ১৫৯.১৫ একর জমি (ঢাকা ও চট্টগ্রামে)

বাজারমূল্য: আনুমানিক ৪০৭ কোটি টাকা

আশঙ্কা: সম্পদ হস্তান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা

আদালতের সিদ্ধান্ত: সম্পত্তি তাৎক্ষণিকভাবে ক্রোক

দুদক সূত্রে জানা গেছে, এই মামলার অনুসন্ধান সম্পন্ন করে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

 

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যৌথভাবে আঞ্চলিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতি দিল পাকিস্তান

৪০৭ কোটি টাকার সম্পত্তি ক্রোক! বিপাকে এস আলম গ্রুপ চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে: ০৯:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মানিলন্ডারিংয়ের অভিযোগে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৫৯.১৫ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ক্রোক হওয়া এসব জমি ঢাকা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অবস্থিত। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, এসব জমির বাজারমূল্য ৪০৭ কোটি টাকা।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়,

“সাইফুল আলম এবং তার স্বার্থ সংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে অনিয়মতান্ত্রিকভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং সেই অর্থে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।”

এছাড়া অনুসন্ধান চলাকালে সম্পত্তি হস্তান্তরের ঝুঁকি থাকায় সম্পদগুলো তাৎক্ষণিকভাবে ক্রোকের আবেদন করে দুদক।

অভিযোগ: বিধিবহির্ভূত ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাৎ

সম্পদ: ১৫৯.১৫ একর জমি (ঢাকা ও চট্টগ্রামে)

বাজারমূল্য: আনুমানিক ৪০৭ কোটি টাকা

আশঙ্কা: সম্পদ হস্তান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা

আদালতের সিদ্ধান্ত: সম্পত্তি তাৎক্ষণিকভাবে ক্রোক

দুদক সূত্রে জানা গেছে, এই মামলার অনুসন্ধান সম্পন্ন করে শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।