
সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো জাতির সামনে প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বৈঠকটি বিএনপির লিয়াজোঁ কমিটির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
আমির খসরু বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরেও সংস্কার চলতে থাকবে। তবে এখন যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করা দরকার। সেই ভিত্তিতে একটি সনদ স্বাক্ষর করে আমরা নির্বাচনমুখী হই।”
তিনি বলেন, “সব রাজনৈতিক দলই তাদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। শুধু বিএনপি নয়। এখন প্রশ্ন হলো, কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে তা জনগণকে জানিয়ে দিন।”
নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, “ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় জনগণ। কারা গণতন্ত্রের পক্ষে আর কারা বিপক্ষে—সেটা জনগণই ঠিক করবে। তাই আর অজুহাতের চিন্তা করে লাভ নেই।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রে বিশ্বাস করলে, ভোট ছাড়া আর কোনো বিকল্প থাকতে পারে না। ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে। জনগণের ভোটে সরকার গঠিত হবে, এটিই গণতন্ত্রের মূলনীতি।”
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক আবুল কালাম আজাদ, আর বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের নেতৃত্বে একটি ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।