একটি নতুন ইতিহাসের সাক্ষী হলো নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। আজ সেখানে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়েছে নতুন সিরিয়ার পতাকা, যা দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিরোধিতা করে জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শেইবানি, যিনি বিশ্বজনমতের প্রতি আহ্বান জানিয়ে বলেন:
“বিশ্ব এখন সিরিয়ার জনগণের কণ্ঠস্বর শুনতে বাধ্য। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নতুন এক সম্পর্ক গড়তে চাই—সংলাপ, সহানুভূতি এবং ন্যায়ের ভিত্তিতে।”
এই পতাকা উত্তোলনকে বিশ্লেষকরা নতুন সিরিয়ার একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন, যা আন্তর্জাতিক স্বীকৃতির দিকে একটি বড় পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী সিরিয়ান নাগরিক, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। জাতিসংঘ ভবনের সামনে মুহূর্মুহু ‘ফ্রি নিউ সিরিয়া’ ও ‘জনগণের শাসন চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার সংকট একটি জটিল গৃহযুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনায় পরিণত হয়েছে। বহু বছর ধরে চলা এই সংঘাতে লাখো মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও বহু মানুষ দেশান্তরী হয়েছে। নতুন নেতৃত্ব ও পতাকার মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনের প্রত্যয় নিয়েই আজকের এই আয়োজন।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।