বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রী, ঢাকার দুই সাবেক মেয়র, কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী, নির্বাচন কমিশনার এবং অভিনেতা ইরেশ যাকের, যিনি ১৫৭ নম্বর আসামি হিসেবে নাম উঠেছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, নিহত মাহফুজ আলম শ্রাবণ (২১) বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন এবং রেনেটা কোম্পানিতে ক্যাজুয়াল চাকরিতে নিয়োজিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তিনি।
বাদীর ভাষ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতার একটি মিছিল মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তায় পৌঁছালে, আসামিদের নির্দেশে পাঁচ শতাধিক দলীয় কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট, রাইফেল ও পিস্তলের গুলি ছোড়া হয়। এতে মাহফুজ আলম শ্রাবণ গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।