
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হচ্ছে—এমনটি জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ যেন চাকরি পাওয়ার আশায় আর্থিক লেনদেন বা প্রলোভনে পড়ে প্রতারিত না হন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় কেউ যদি অর্থ বা অন্য কোনো উপায়ে প্রতিশ্রুতি দেয়, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, কোনো প্রতারকের খোঁজ পাওয়া গেলে নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট পুলিশ সুপারের কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ বিভাগ জানিয়েছে, নিয়োগে কোনো ধরনের তদবির বা অবৈধ লেনদেন বরদাশত করা হবে না। এ বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।