১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছরে ৬৪ সাংবাদিক নিহত, বিচার হয়নি অধিকাংশেরই

সাংবাদিকদের ওপর সহিংসতা, হয়রানি ও মামলার প্রবণতা বাড়তে থাকায় তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি টেকসই আইনি সহায়তা কাঠামো গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সমষ্টি’ ও ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ড (জিএমডিএফ) আয়োজিত এক সংলাপে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর আইন, রাষ্ট্রীয় অঙ্গীকার ও সংগঠনগুলোর সমন্বিত পদক্ষেপ জরুরি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের সুরক্ষায় রাষ্ট্রের কোনো উদ্যোগ নেই, বরং ৩২টি আইনের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম জানান, গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিক নিহত হলেও অধিকাংশ হত্যার বিচার হয়নি।

সংলাপে সাংবাদিকদের জন্য একটি দীর্ঘমেয়াদি আইনি সহায়তা কাঠামো গঠনের গুরুত্ব তুলে ধরা হয়, যাতে থাকবে আইনি তহবিল, প্রশিক্ষণ ও মনিটরিং ব্যবস্থা।

 

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ বছরে ৬৪ সাংবাদিক নিহত, বিচার হয়নি অধিকাংশেরই

প্রকাশিত হয়েছে: ০৪:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সাংবাদিকদের ওপর সহিংসতা, হয়রানি ও মামলার প্রবণতা বাড়তে থাকায় তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি টেকসই আইনি সহায়তা কাঠামো গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সমষ্টি’ ও ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ড (জিএমডিএফ) আয়োজিত এক সংলাপে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর আইন, রাষ্ট্রীয় অঙ্গীকার ও সংগঠনগুলোর সমন্বিত পদক্ষেপ জরুরি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের সুরক্ষায় রাষ্ট্রের কোনো উদ্যোগ নেই, বরং ৩২টি আইনের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম জানান, গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিক নিহত হলেও অধিকাংশ হত্যার বিচার হয়নি।

সংলাপে সাংবাদিকদের জন্য একটি দীর্ঘমেয়াদি আইনি সহায়তা কাঠামো গঠনের গুরুত্ব তুলে ধরা হয়, যাতে থাকবে আইনি তহবিল, প্রশিক্ষণ ও মনিটরিং ব্যবস্থা।