
ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫ — ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ পেয়েছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৫-এর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পদক তুলে দেন।
পিপিএম পদকটি তাকে প্রদান করা হয়েছে ২০২৪ সালের ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে গুরুত্বপূর্ণ একাধিক মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ বছর মোট ৬২ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়েছে। রংপুর রেঞ্জ থেকে একমাত্র ফারুক আহমেদই এ সম্মাননা অর্জন করেছেন, যা এলাকাবাসীর জন্যও এক গর্বের বিষয়।
২০১৬ সালের জুন মাসে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন ফারুক আহমেদ। তিনি পেশাগত জীবনে রংপুর, ঠাকুরগাঁও এবং বর্তমানে নীলফামারীতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনের সময় তার সততা, পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
পদকপ্রাপ্তির পর সহকর্মীরা তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এএসপি ফারুক বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। দেশ ও মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যেতে চাই।”