
জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে পাকিস্তান তাদের আকাশসীমা দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দেয়। পাল্টা সিদ্ধান্ত নেয় ভারতও। এই আকাশসীমা বন্ধের ফলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, যাদের বছরে অতিরিক্ত খরচ হতে পারে প্রায় ৬০০ মিলিয়ন ডলার।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় বিকল্প দীর্ঘপথে উড়তে হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানগুলোকে। এতে করে বেড়ে যাচ্ছে জ্বালানি খরচ, ফ্লাইটের সময় ও যাত্রীদের ভোগান্তি। সংস্থাটি জানিয়েছে, যদি এই পরিস্থিতি চলতে থাকে, তবে বছরে বাড়তি ৫৯১ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে শুধুমাত্র অপারেশনাল কারণে।
পাকিস্তান জানিয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ থাকবে। যদিও আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। তবে ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল এবং এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিপাকে পড়েছে।
অবস্থা মোকাবেলায় বিকল্প রুট হিসেবে চীনের আকাশসীমা ব্যবহার করার চিন্তাভাবনা করছে এয়ার ইন্ডিয়া, তবে এর জন্য প্রয়োজন চীনের অনুমোদন। সেই অনুমতি আদায়ে ভারতের সরকারের সহায়তা চেয়েছে সংস্থাটি।