ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক’ নামক সেনা মহড়া পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে।”
ট্যাংকের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে জাতীয় স্বার্থে কোনো আপস নয়। আমরা প্রস্তুত এবং আমাদের সংকল্প অটল।”
সামরিক মহড়ায় অংশ নেওয়া মংলা স্ট্রাইক কোরের মনোবল ও প্রস্তুতির প্রশংসাও করেন তিনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও একই সুরে বক্তব্য দিয়ে বলেন, “পাকিস্তান প্রথমে কোনো যুদ্ধ শুরু করবে না। তবে ভারত আক্রমণ করলে, আমরা শক্তিশালী জবাব দেব।”
গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ বন্দুক হামলায় বেশ কয়েকজন ভারতীয় নিরাপত্তাকর্মী নিহত হন। নয়াদিল্লি পরোক্ষভাবে এর জন্য পাকিস্তানকে দায়ী করে। ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে উত্তেজনা বাড়াচ্ছে, যা গোটা অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে।
বিশ্লেষকরা বলছেন, পেহেলগাম হামলার পর থেকে দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা বাড়ছে। এমন প্রেক্ষাপটে দু’দেশের নেতৃবৃন্দের কৌশলগত বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।