১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“‘আওয়ামী লীগ দেশের শত্রু, রাজনীতি করার অধিকার নেই’

আওয়ামী লীগকে “মানবতাবিরোধী দল” হিসেবে আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২ মে) বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় দলটি। এনসিপির সভাপতি আখতার হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এ দেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।”

সমাবেশে আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ গণহত্যাকারী, মানবতাবিরোধী, স্বাধীনতাবিরোধী ও ধর্মবিরোধী একটি দল। এদের রাজনীতি করার অধিকার নেই। যারা ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায়, তাদের জায়গা রাজনৈতিক ময়দানে হতে পারে না।”

তিনি আরও বলেন, “এই সরকার দেশের মানুষকে ভয় পায়। তাই শান্তিপূর্ণ কর্মসূচির ওপরও দমন-পীড়ন চালাচ্ছে। কিন্তু বুলেট আর গুলি দিয়ে জনগণকে দাবিয়ে রাখা যাবে না।”

এসময় তিনি ছাত্রসমাজকে উদ্দেশ করে বলেন, “এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটি ক্যাম্পাসেই গণঅভ্যুত্থানের দুর্গ গড়ে তুলতে হবে।”

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে পল্টন ও আশপাশের এলাকায় ঘুরে আবার বায়তুল মোকাররম এলাকায় এসে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এনসিপির নেতারা দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূল উৎস হচ্ছে আওয়ামী লীগের অব্যাহত একদলীয় শাসন ও দমনমূলক নীতিমালা। তারা আগামী জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

“‘আওয়ামী লীগ দেশের শত্রু, রাজনীতি করার অধিকার নেই’

প্রকাশিত হয়েছে: ০৮:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

আওয়ামী লীগকে “মানবতাবিরোধী দল” হিসেবে আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২ মে) বায়তুল মোকাররম এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় দলটি। এনসিপির সভাপতি আখতার হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এ দেশে আর কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।”

সমাবেশে আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ গণহত্যাকারী, মানবতাবিরোধী, স্বাধীনতাবিরোধী ও ধর্মবিরোধী একটি দল। এদের রাজনীতি করার অধিকার নেই। যারা ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায়, তাদের জায়গা রাজনৈতিক ময়দানে হতে পারে না।”

তিনি আরও বলেন, “এই সরকার দেশের মানুষকে ভয় পায়। তাই শান্তিপূর্ণ কর্মসূচির ওপরও দমন-পীড়ন চালাচ্ছে। কিন্তু বুলেট আর গুলি দিয়ে জনগণকে দাবিয়ে রাখা যাবে না।”

এসময় তিনি ছাত্রসমাজকে উদ্দেশ করে বলেন, “এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটি ক্যাম্পাসেই গণঅভ্যুত্থানের দুর্গ গড়ে তুলতে হবে।”

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে পল্টন ও আশপাশের এলাকায় ঘুরে আবার বায়তুল মোকাররম এলাকায় এসে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এনসিপির নেতারা দাবি করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূল উৎস হচ্ছে আওয়ামী লীগের অব্যাহত একদলীয় শাসন ও দমনমূলক নীতিমালা। তারা আগামী জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।