ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার বড় পর্দায়ও দেখালেন নিজের শক্তি। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ ছবিটি এবার জয় করলো লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরের দর্শক পুরস্কার। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই আনন্দের খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিটি এর আগেও প্রশংসা কুড়িয়েছে দেশ-বিদেশে। গেল ডিসেম্বরে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘প্রিয় মালতী’ জিতে নেয় সেরা ছবির পুরস্কার। এবার যুক্ত হলো আরেকটি আন্তর্জাতিক সম্মাননা।
ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত সামাজিক মাধ্যমে লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”
এই পোস্টটি শেয়ার করে মেহজাবীন নিজের অনুভূতির কথা জানান। গণমাধ্যমে তিনি বলেন, “অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।”
গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘প্রিয় মালতী’। জানা গেছে, ছবিটি সেখানে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে।
এর আগে ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এও প্রদর্শিত হয়, যেখানে একইভাবে প্রশংসিত হয়েছে ‘প্রিয় মালতী’।
বাংলাদেশি সিনেমার এই আন্তর্জাতিক সাফল্য দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।