বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্য নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার রাজধানীর ধানমন্ডির বাসভবন ও চলাচলের পথকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ উপলক্ষে তার ধানমন্ডি ৫ নম্বর রোডে অবস্থিত বাসা এবং যাতায়াতের সময় পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
চিঠিটি স্বাক্ষর করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এটি স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এখনো সরকারি কোনো দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।