দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে আজ, ২ মে ২০২৫, দুপুরে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। সীমান্তের ৩২০/৯ এস পিলারের কাছে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষক—এনামুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে মাসুম (১৫)—কে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যায়। তারা নিজ জমিতে ধান কাটছিলেন এবং পরে ভারতীয় জমিতে ধান মাড়াই করছিলেন বলে জানা গেছে ।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিক—অবিনাশ টুডু (২০) ও ফিলিপ সরেন (৩০)—কে আটক করে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান এবং পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেন
বিজিবির ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম জানিয়েছেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় বিএসএফ। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। বর্তমানে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির প্রক্রিয়া চলমান রয়েছে ।
এই ঘটনার ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।