
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বক্তারা বলেন, “শেখ হাসিনার মতো ভুল করবেন না। কোরআন-সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না।”
সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি সতর্ক করে হেফাজতের নেতারা বলেন, “কমিশন ও এর প্রতিবেদন অবিলম্বে বাতিল করুন। নইলে ‘মার্চ টু ঢাকা’র মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে হবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। সকাল ৯টায় শীর্ষ নেতারা সমাবেশস্থলে পৌঁছান, এরপর একে একে বক্তব্য রাখেন শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
বক্তারা বলেন, “হেফাজত কোরআন-সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করবে না। আমরা দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষায় জীবন দিতে প্রস্তুত। সরকার যদি নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের চেষ্টা করে, তা হলে প্রতিরোধ করা হবে জীবন দিয়ে।”
🔸 নারী সংস্কার কমিশন নিয়ে তীব্র ক্ষোভ
হেফাজতের নেতারা বলেন, “এই কমিশনের সদস্যরা নারী না পুরুষ তাও স্পষ্ট নয়। তারা যে প্রস্তাব দিয়েছে, তা কোরআন-সুন্নাহ বিরোধী।”
মুফতি ফখরুল ইসলাম বলেন, “১৮ কোটি মুসলমানের বিরুদ্ধে দেওয়া এই প্রতিবেদন বাতিল করতে হবে। নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি, কিন্তু মামলা প্রত্যাহার হয়নি।”
🔸 শাপলা চত্বরের ‘গণহত্যার’ বিচার দাবি
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “পিলখানা, জুলাই আন্দোলনের ঘটনায় কমিশন গঠন হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে—কিন্তু শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। কেন?”
🔸 অন্যান্য দাবিসমূহ ও আহ্বান
বক্তারা বলেন, “রাজনৈতিক দলগুলোর মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের মামলাগুলো এখনো ঝুলে আছে।”
এছাড়াও ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারের কার্যকর ভূমিকা দাবি করে হেফাজত।