ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সাকিব (১৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সাকিব কসবার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (৫ মে) রাতে সাকিব মাদলা সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তরক্ষী চৌকি থেকে বিএসএফ সদস্যরা গুলি ছোঁড়ে, যা সাকিবের শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত এলাকায় বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) টহল জোরদার করেছে।
বিজিবি কসবা ব্যাটালিয়নের একজন কর্মকর্তা জানান, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, কসবা সীমান্ত আগে থেকেই একটি স্পর্শকাতর অঞ্চল হিসেবে পরিচিত। গত কয়েক বছরে এখানে একাধিকবার বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।