দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানযোগে তিনি ঢাকায় পৌঁছান। একই বিমানে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুদকের মামলার পর তিনি স্বামী তারেক রহমান ও মেয়ে জায়মাকে নিয়ে লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ নির্বাসিত জীবনের পর এবার দেশে ফিরে তিনি ধানমন্ডির ‘মাহবুব ভবন’-এ উঠছেন, যা ছিল তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন।
জানা গেছে, দেশে ফিরে তিনি তার অসুস্থ মায়ের সঙ্গেই থাকবেন। তার এই প্রত্যাবর্তনের পেছনে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে সৃষ্ট রাজনৈতিক পটপরিবর্তন বড় ভূমিকা রেখেছে। ওই সময় আদালতের দেওয়া তার তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড স্থগিত হয়।
ডা. জোবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। ১৯৯৫ সালে বিসিএসে প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দিলেও, ২০০৮ সালে লন্ডনে যাওয়ার পর ছুটি শেষে চাকরিতে না ফেরায় বরখাস্ত হন।
তার জন্ম সিলেট জেলায়। স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তার চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।