০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরলেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর

দীর্ঘ চার মাস পর উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ — জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। পুরনো নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেই গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন বিএনপি নেত্রী।

দেখা গেছে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী দাঁড়িয়ে ছিলেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে। দলীয়ভাবে অঞ্চলভিত্তিক দায়িত্ব ভাগ করে নেয়া হয় — লো মেরিডিয়েন, খিলক্ষেত, বনানী, কাকলী, গুলশানসহ বিভিন্ন এলাকাজুড়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, পেশাজীবী সংগঠনসহ অন্যান্য ইউনিট সদস্যরা অবস্থান নেন।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কজুড়ে ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখেন।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে যান এবং একই বিমানে দেশে ফিরে আসেন।


ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

দেশে ফিরলেন খালেদা জিয়া, নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর

প্রকাশিত হয়েছে: ১১:৫২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

দীর্ঘ চার মাস পর উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে তার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ — জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। পুরনো নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেই গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন বিএনপি নেত্রী।

দেখা গেছে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী দাঁড়িয়ে ছিলেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে। দলীয়ভাবে অঞ্চলভিত্তিক দায়িত্ব ভাগ করে নেয়া হয় — লো মেরিডিয়েন, খিলক্ষেত, বনানী, কাকলী, গুলশানসহ বিভিন্ন এলাকাজুড়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, পেশাজীবী সংগঠনসহ অন্যান্য ইউনিট সদস্যরা অবস্থান নেন।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কজুড়ে ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখেন।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে যান এবং একই বিমানে দেশে ফিরে আসেন।