নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মহলে দেখা দেওয়া বিতর্ক ও প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “যেকোনো ধরনের বড় সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য। কোনো মতামত বা কমিশনের প্রস্তাব এককভাবে সরকারের সিদ্ধান্ত নয়।”
রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল হবে কি না— এমন প্রশ্নের জবাবে ড. নজরুল বলেন, “নারী সংস্কার কমিশনের প্রস্তাব এখনো কোনো সরকারি সিদ্ধান্ত নয়। অতীতে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, সবগুলোতেই ভিন্নমত এসেছে। এটিও তার ব্যতিক্রম নয়। কিন্তু কিছু প্রতিক্রিয়া ছিল অত্যন্ত বিদ্বেষপূর্ণ, আক্রমণাত্মক এবং গোটা জাতির প্রতি অবমাননাকর, যা কাম্য নয়।”
তিনি আরও বলেন, “সমাজে মতবিরোধ থাকবে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মত প্রকাশে শালীনতা ও সহনশীলতা বজায় রাখা জরুরি।”
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।