
দোহা, ৫ মে ২০২৫ (কিউএনএ) — কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’-এর কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি আজ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করেছেন।
দোহার এক উচ্চপর্যায়ের বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের সম্ভাব্য দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী উদ্যোগ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা বাহিনীর যৌথ প্রশিক্ষণসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হয়।
এছাড়া উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ওপর একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে সাধারণ আগ্রহের বিষয়গুলোতেও আলোচনা হয় যা ভবিষ্যতে কাতার-পাকিস্তান সম্পর্কের গভীরতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।