কাশ্মিরে সাম্প্রতিক হামলা ও ভারতের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার ভারতের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। কাতারের দোহার বিমানবন্দর থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত আগুন নিয়ে খেলছে।”
তিনি ভারতের হামলাকে “অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন” বলেও মন্তব্য করেন। হিনা খার অভিযোগ করেন, ভারত এখন নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে আচরণ করছে এবং আন্তর্জাতিক পরিণতির ভয় না করেই পারমাণবিক শক্তিধর আরেক রাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালাচ্ছে।
অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এসব বিমানের মধ্যে রয়েছে:
তিনটি রাফাল ফাইটার জেট
একটি মিগ-২৯
একটি সুখোই এসইউ-৩০
তিনি আরও বলেন, সমস্ত ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমায় গুলি করে নামানো হয়েছে এবং পাকিস্তান বিমান বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। এলওসি বরাবর তীব্র গুলি বিনিময় চলমান বলেও জানান তিনি।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের আক্রমণ-পাল্টা আক্রমণ ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সংঘাত দ্রুত একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে—যা গোটা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।