ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় ব্যারিকেড দিয়ে রামদা হাতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার একদিন পর মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট ডাকাত দলের ৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে ঘটনার সময় গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় পুরো দৃশ্য ধারণ হয়। ভিডিওতে দেখা যায়, হাফপ্যান্ট পরা ডাকাতরা বড় রামদা হাতে গাড়ির সামনে এগিয়ে আসে, তবে চালক উপস্থিত বুদ্ধি খাটিয়ে দ্রুত গাড়ি সরিয়ে পালিয়ে যান। ডাকাতদের একজন গাড়ির দিকে রামদা ছুঁড়ে মারলেও কেউ আহত হয়নি।
মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানিয়েছেন, দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাতে আজ বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।