০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাবস্ক্রিপশন শেয়ার করুন, খরচ কমান

বিনোদনের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব এবার তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যুক্ত করতে যাচ্ছে নতুন একটি সাশ্রয়ী পরিকল্পনা—ডুয়ো প্ল্যান। যেখানে মাত্র ২১৯ টাকায় দুইজন ব্যবহারকারী ইউটিউব প্রিমিয়ামের সমস্ত সুবিধা ভাগাভাগি করে উপভোগ করতে পারবেন।

বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের ইন্ডিভিজুয়াল প্ল্যানের মূল্য ১৪৯ টাকা এবং ফ্যামিলি প্ল্যানের জন্য ২৯৯ টাকা (৬ জন পর্যন্ত)। তুলনামূলকভাবে এই নতুন ডুয়ো প্ল্যানটি কম খরচে আরও বেশি কার্যকর হয়ে উঠতে পারে যুগল, ভাই-বোন, বা ফ্ল্যাটমেটদের জন্য।

তবে ডুয়ো প্ল্যানে অংশ নিতে হলে দু’জনকেই অবশ্যই গুগল অ্যাকাউন্টধারী হতে হবে, বয়স হতে হবে অন্তত ১৩ বছর এবং থাকতে হবে একই পরিবার গ্রুপে ও একই ঠিকানায়।

ইউটিউব সূত্রে জানা গেছে, অনেক ব্যবহারকারী ফ্যামিলি প্ল্যানে যুক্ত হওয়ার মতো বড় দলে পড়েন না। তাই মাঝারি পরিসরের ব্যবহারকারীদের কথা ভেবেই এই ডুয়ো প্ল্যান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এটি সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এটি উন্মুক্ত করা হবে সবার জন্য।

ইউটিউব প্রিমিয়ামের বর্তমান প্ল্যান সমূহ:

  • ইন্ডিভিজুয়াল প্ল্যান: ১৪৯ টাকা/মাস

  • স্টুডেন্ট প্ল্যান: ৮৯ টাকা/মাস

  • ফ্যামিলি প্ল্যান (৬ জন পর্যন্ত): ২৯৯ টাকা/মাস

  • মিউজিক প্রিমিয়াম: ১১৯ টাকা/মাস

  • মিউজিক ফ্যামিলি প্যাক: ১৭৯ টাকা/মাস

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা সফল হলে ইউটিউব প্রিমিয়ামের গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

সাবস্ক্রিপশন শেয়ার করুন, খরচ কমান

প্রকাশিত হয়েছে: ০২:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

বিনোদনের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব এবার তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যুক্ত করতে যাচ্ছে নতুন একটি সাশ্রয়ী পরিকল্পনা—ডুয়ো প্ল্যান। যেখানে মাত্র ২১৯ টাকায় দুইজন ব্যবহারকারী ইউটিউব প্রিমিয়ামের সমস্ত সুবিধা ভাগাভাগি করে উপভোগ করতে পারবেন।

বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের ইন্ডিভিজুয়াল প্ল্যানের মূল্য ১৪৯ টাকা এবং ফ্যামিলি প্ল্যানের জন্য ২৯৯ টাকা (৬ জন পর্যন্ত)। তুলনামূলকভাবে এই নতুন ডুয়ো প্ল্যানটি কম খরচে আরও বেশি কার্যকর হয়ে উঠতে পারে যুগল, ভাই-বোন, বা ফ্ল্যাটমেটদের জন্য।

তবে ডুয়ো প্ল্যানে অংশ নিতে হলে দু’জনকেই অবশ্যই গুগল অ্যাকাউন্টধারী হতে হবে, বয়স হতে হবে অন্তত ১৩ বছর এবং থাকতে হবে একই পরিবার গ্রুপে ও একই ঠিকানায়।

ইউটিউব সূত্রে জানা গেছে, অনেক ব্যবহারকারী ফ্যামিলি প্ল্যানে যুক্ত হওয়ার মতো বড় দলে পড়েন না। তাই মাঝারি পরিসরের ব্যবহারকারীদের কথা ভেবেই এই ডুয়ো প্ল্যান চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এটি সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এটি উন্মুক্ত করা হবে সবার জন্য।

ইউটিউব প্রিমিয়ামের বর্তমান প্ল্যান সমূহ:

  • ইন্ডিভিজুয়াল প্ল্যান: ১৪৯ টাকা/মাস

  • স্টুডেন্ট প্ল্যান: ৮৯ টাকা/মাস

  • ফ্যামিলি প্ল্যান (৬ জন পর্যন্ত): ২৯৯ টাকা/মাস

  • মিউজিক প্রিমিয়াম: ১১৯ টাকা/মাস

  • মিউজিক ফ্যামিলি প্যাক: ১৭৯ টাকা/মাস

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা সফল হলে ইউটিউব প্রিমিয়ামের গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।