পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ঈদ উপলক্ষে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছুটি পড়ে যাওয়ায় গ্রাহকদের আর্থিক সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশনা অনুযায়ী দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), তাদের ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ উল্লিখিত তারিখগুলোতে খোলা রাখতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা কঠোরভাবে পালন করতে বলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।