ছাতক, ৮ মে: সুনামগঞ্জের ছাতক উপজেলার মায়েরকোল গ্রামে বজ্রপাতে মুজিবুর রহমান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি জায়গায় মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে ও খুরমা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
তার চাচাতো ভাই মুহিবুর রহমান জানান, সকালে মাছ ধরতে বের হয় মুজিবুর। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।
ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বৃষ্টির সময় বজ্রপাতে একজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছেন।”
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।