০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জর্দা-গুলসহ বেশ কিছু পণ্য নিষিদ্ধ হজ ফ্লাইটে

হজ ফ্লাইটে বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন ও শুঁটকি বহনের কারণে সৌদি আরবে হজযাত্রীদের লাগেজ আটক হচ্ছে। এ কারণে এসব অননুমোদিত দ্রব্য না নিতে হজযাত্রীদের সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) হজ এজেন্সি মালিকদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এসব পণ্যবাহী লাগেজ সৌদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটক করছে, যার ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।

‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৫’-এর অনুচ্ছেদ ১০(৯) অনুযায়ী, হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাকজাত দ্রব্য, শুঁটকি, রান্না করা খাবার, পচনশীল পণ্য— যেমন ফলমূল, পান-সুপারি, গুড় ইত্যাদি পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

চিঠিতে আরও বলা হয়, সৌদি সরকারের কঠোর আইন অনুসরণ করে হজযাত্রীদের এসব পণ্য থেকে বিরত থাকতে হবে এবং হজ এজেন্সিগুলোকে যথাযথভাবে যাত্রীদের সতর্ক করতে হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জর্দা-গুলসহ বেশ কিছু পণ্য নিষিদ্ধ হজ ফ্লাইটে

প্রকাশিত হয়েছে: ০৮:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

হজ ফ্লাইটে বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন ও শুঁটকি বহনের কারণে সৌদি আরবে হজযাত্রীদের লাগেজ আটক হচ্ছে। এ কারণে এসব অননুমোদিত দ্রব্য না নিতে হজযাত্রীদের সতর্ক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) হজ এজেন্সি মালিকদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এসব পণ্যবাহী লাগেজ সৌদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটক করছে, যার ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।

‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৫’-এর অনুচ্ছেদ ১০(৯) অনুযায়ী, হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাকজাত দ্রব্য, শুঁটকি, রান্না করা খাবার, পচনশীল পণ্য— যেমন ফলমূল, পান-সুপারি, গুড় ইত্যাদি পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

চিঠিতে আরও বলা হয়, সৌদি সরকারের কঠোর আইন অনুসরণ করে হজযাত্রীদের এসব পণ্য থেকে বিরত থাকতে হবে এবং হজ এজেন্সিগুলোকে যথাযথভাবে যাত্রীদের সতর্ক করতে হবে।