১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুয়া নাম রাখার পেছনের গল্প বললেন দীপিকা

মুম্বাই, ৮ মে: বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং গত বছর ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা-মা হন। কন্যার নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিং’, যা নিয়ে শুরু থেকেই নেটিজেনদের একাংশের মাঝে তৈরি হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছিলেন— “মেয়ের মুসলিম নাম কেন রাখা হল?”

তবে এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন তাদের মেয়ের নামকরণের পেছনের গল্প। অভিনেত্রী বলেন, “আমাদের মেয়ের নাম এসেছে কবিতা ও সংগীত থেকে অনুপ্রাণিত হয়ে। ও আমাদের প্রার্থনার ফসল, তাই ওর নাম রাখা হয়েছে ‘দুয়া’। এই নামটিই আমাদের অনুভূতির সবচেয়ে নিখুঁত প্রকাশ।”

তিনি জানান, শুটিং চলাকালীন এক রাতে রণবীর হঠাৎ প্রস্তাব দেন ‘দুয়া’ নামটি। মুহূর্তেই নামটি মনে ধরেছিল দীপিকার। এই নামের মধ্যেই আছে গভীরতা, আবেগ ও কৃতজ্ঞতা— বলেই মনে করেন তারা।

দীপিকা আরও বলেন, “শিশুর জন্মের পর আমরা চেয়েছি, ধীরে ধীরে ও যেন নিজের পৃথিবীকে চিনতে শেখে, নিজের ব্যক্তিত্ব গড়ে তোলে। এটিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

নাম নিয়ে সমালোচনার জবাবে দীপিকা বা রণবীর কেউই সরাসরি কিছু বলেননি, বরং সন্তানের প্রতি তাদের ভালোবাসা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দিয়েছেন পরোক্ষ জবাব।

 

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

ঈদে ১১-১২ জুন ছুটি, ১৭ ও ২৪ মে অফিস খোলা

দুয়া নাম রাখার পেছনের গল্প বললেন দীপিকা

প্রকাশিত হয়েছে: ০৮:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

মুম্বাই, ৮ মে: বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং গত বছর ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা-মা হন। কন্যার নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিং’, যা নিয়ে শুরু থেকেই নেটিজেনদের একাংশের মাঝে তৈরি হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছিলেন— “মেয়ের মুসলিম নাম কেন রাখা হল?”

তবে এতদিন বিষয়টি নিয়ে মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন তাদের মেয়ের নামকরণের পেছনের গল্প। অভিনেত্রী বলেন, “আমাদের মেয়ের নাম এসেছে কবিতা ও সংগীত থেকে অনুপ্রাণিত হয়ে। ও আমাদের প্রার্থনার ফসল, তাই ওর নাম রাখা হয়েছে ‘দুয়া’। এই নামটিই আমাদের অনুভূতির সবচেয়ে নিখুঁত প্রকাশ।”

তিনি জানান, শুটিং চলাকালীন এক রাতে রণবীর হঠাৎ প্রস্তাব দেন ‘দুয়া’ নামটি। মুহূর্তেই নামটি মনে ধরেছিল দীপিকার। এই নামের মধ্যেই আছে গভীরতা, আবেগ ও কৃতজ্ঞতা— বলেই মনে করেন তারা।

দীপিকা আরও বলেন, “শিশুর জন্মের পর আমরা চেয়েছি, ধীরে ধীরে ও যেন নিজের পৃথিবীকে চিনতে শেখে, নিজের ব্যক্তিত্ব গড়ে তোলে। এটিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

নাম নিয়ে সমালোচনার জবাবে দীপিকা বা রণবীর কেউই সরাসরি কিছু বলেননি, বরং সন্তানের প্রতি তাদের ভালোবাসা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দিয়েছেন পরোক্ষ জবাব।