
কাশ্মির সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় যুদ্ধবিমান আজাদ কাশ্মির ও পাকিস্তানের কয়েকটি অঞ্চলে হামলা চালানোর পর পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া জানায়। দেশটির বিমানবাহিনী দ্রুত জবাবি হামলা চালিয়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে।
পাকিস্তানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সম্মুখ লড়াই (ডগ ফাইট) হয়, যা আধুনিক সময়ে সবচেয়ে বড় ও দীর্ঘ ডগফাইট হিসেবে উল্লেখযোগ্য। এতে পাকিস্তানের ১২৫টি যুদ্ধবিমান অংশ নেয়।
যদিও কোনো বিমানই একে অপরের আকাশসীমা অতিক্রম করেনি, তবুও দূরপাল্লার মিসাইল থেকে ১৬০ কিলোমিটার দূরত্বে হামলা চালানো হয়।
এই সংঘর্ষ ২০১৯ সালের ঘটনার স্মৃতি ফিরিয়ে আনে, যখন পাকিস্তান একটি ভারতীয় বিমান ভূপাতিত করে এবং পাইলট অভিনন্দনকে আটক করে প্রচারের আলোয় আনে। তবে এবার দুই দেশই সীমান্ত অতিক্রমের অনুমতি দেয়নি তাদের পাইলটদের, যাতে সংঘাত নিয়ন্ত্রণে থাকে।
পাক সেনা সূত্র জানায়, ভারতের বিমান একাধিকবার আঘাত হানার চেষ্টা করলেও, পাকিস্তানি সেনাবাহিনী সাধারণ জনগণকে সতর্ক করে কার্যকর ব্যবস্থা নেয়। এতে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে বলে দাবি তাদের।