০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে আম ও লিচু আহরণের সময়সূচি নির্ধারণ, আগামী ১৫ মে থেকে শুরু

নাটোর, ৮ মে: নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাতকরণের জন্য আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে পারার সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান খান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহাঙ্গীর ফিরোজ এবং আম ও লিচু চাষি ও ব্যবসায়ীরা।

সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে পারা শুরু করতে পারবেন চাষিরা। এছাড়া ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট ১৫ জাতের আম পাড়া যাবে, এবং লিচু ২৫ মে পর্যন্ত আহরণ করা যাবে।

নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাত করতে আড়ত ও বাগানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া, কম খরচে রাজধানীসহ বিভিন্ন জেলায় আম পাঠানোর জন্য ডাক বিভাগ ও ট্রেনের স্পেশাল সার্ভিসগুলো ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ফল সংগ্রহের সময়সূচি অনুযায়ী:

  • ১৫ মে থেকে: আটির আম

  • ২৫ মে থেকে: গোপালভোগ

  • ৩০ মে থেকে: রাণী পছন্দ ও খিরসাপাত

  • ২ জুন থেকে: লক্ষনভোগ

  • ১২ জুন থেকে: ল্যাংড়া

  • ১৫ জুন থেকে: আম্রপালি

  • ২৫ জুন থেকে: মোহনভোগ, ফজলি, হাড়িভাঙ্গা

  • ৫ জুলাই থেকে: মল্লিকা

  • ১০ জুলাই থেকে: বারি-৪

  • ২০ জুলাই থেকে: আশ্বিনা

  • ১০ আগস্ট থেকে: গৌরমতি

এছাড়া, ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের সব প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন এই লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, নাটোর জেলায় চলতি বছরে ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে ৬ হাজার ৫০৮ টন লিচু এবং ৫ হাজার ৬৯৪ হেক্টর আম বাগান থেকে ৭২ হাজার ৮৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

ঈদে ১১-১২ জুন ছুটি, ১৭ ও ২৪ মে অফিস খোলা

নাটোরে আম ও লিচু আহরণের সময়সূচি নির্ধারণ, আগামী ১৫ মে থেকে শুরু

প্রকাশিত হয়েছে: ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

নাটোর, ৮ মে: নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাতকরণের জন্য আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে পারার সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান খান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জাহাঙ্গীর ফিরোজ এবং আম ও লিচু চাষি ও ব্যবসায়ীরা।

সভায় সবার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে থেকে গুটি আম ও মোজাফফর জাতের লিচু গাছ থেকে পারা শুরু করতে পারবেন চাষিরা। এছাড়া ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট ১৫ জাতের আম পাড়া যাবে, এবং লিচু ২৫ মে পর্যন্ত আহরণ করা যাবে।

নিরাপদ আম ও লিচু সংরক্ষণ এবং বাজারজাত করতে আড়ত ও বাগানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া, কম খরচে রাজধানীসহ বিভিন্ন জেলায় আম পাঠানোর জন্য ডাক বিভাগ ও ট্রেনের স্পেশাল সার্ভিসগুলো ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, ফল সংগ্রহের সময়সূচি অনুযায়ী:

  • ১৫ মে থেকে: আটির আম

  • ২৫ মে থেকে: গোপালভোগ

  • ৩০ মে থেকে: রাণী পছন্দ ও খিরসাপাত

  • ২ জুন থেকে: লক্ষনভোগ

  • ১২ জুন থেকে: ল্যাংড়া

  • ১৫ জুন থেকে: আম্রপালি

  • ২৫ জুন থেকে: মোহনভোগ, ফজলি, হাড়িভাঙ্গা

  • ৫ জুলাই থেকে: মল্লিকা

  • ১০ জুলাই থেকে: বারি-৪

  • ২০ জুলাই থেকে: আশ্বিনা

  • ১০ আগস্ট থেকে: গৌরমতি

এছাড়া, ১৫ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়েছে।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের সব প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন এই লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, নাটোর জেলায় চলতি বছরে ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে ৬ হাজার ৫০৮ টন লিচু এবং ৫ হাজার ৬৯৪ হেক্টর আম বাগান থেকে ৭২ হাজার ৮৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।