
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরগুলোতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি যাত্রীদের সর্বশেষ তথ্য জানাতে এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করেছে।
বুধবার রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যায়। যদিও পরে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে যে, পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা সম্পূর্ণরূপে চালু রয়েছে। তবে বৃহস্পতিবার (৮ মে) পর্যন্ত বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ভারতীয় হামলার পর পাকিস্তান থেকে ১৩৫টি এবং ভারত থেকে ৪১৭টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গেছে। তবে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।