
ঢাকা, ৮ মে: রাজধানীর মিরপুরের কালশী এলাকায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে কালশীর স্টিল ব্রিজ সংলগ্ন সড়কে অভিযান শুরু হয়।
ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, “নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই আজকের এই কার্যক্রম। সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা সব দোকান উচ্ছেদ করা হবে।”
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, আজকের অভিযানে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুপাশে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে। সড়ক ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সিটি কর্পোরেশন নিয়মিতভাবে রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।