ঢাকা, ৮ মে: বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের প্রতিবেদনে জানানো হয়, এখনো ১ হাজার ৭৯৭ জন হজযাত্রীর ভিসা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৮৫ হাজার ৩০৩ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ৮৬টি ফ্লাইটে সৌদি গেছেন ৩৪ হাজার ৭৭৬ জন, বাকিদের ভ্রমণ আগামীদিনগুলোতে নির্ধারিত ফ্লাইটে সম্পন্ন হবে। এখনো যাত্রা বাকি রয়েছে ৫২ হাজার ৩২৪ জন হজযাত্রীর।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।