
ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘাতে তিনটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এই ঘোষণার পরই চাপে পড়ে গেছে ফরাসি যুদ্ধবিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন। প্রতিষ্ঠানটির শেয়ারদর মাত্র দুই দিনের ব্যবধানে ৩.৩ শতাংশ কমে গেছে।
বৃহস্পতিবার (৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল জানায়, দাসোর শেয়ারের দর সকাল ৯টার দিকে ৩৭৩.৮ মার্কিন ডলার থেকে কমে ৩৬২.০৫ ডলার এ দাঁড়ায়।
পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার রাতে ভারতীয় বিমান বাহিনী আজাদ কাশ্মির ও পাকিস্তানের ভেতরে থাকা ৯টি ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালায়। তার জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট রয়েছে বলে জানানো হয়।
ভারত এখনও আনুষ্ঠানিকভাবে এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রে জানা গেছে, ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা কমপক্ষে একটি রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আরও কিছু রাফাল বিমান ধ্বংস হয়েছে কি না, তা তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ।
এই ঘটনায় প্রভাব পড়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও। যেখানে দাসোর শেয়ারে পতন দেখা গেছে, সেখানে পাকিস্তানের ব্যবহৃত চীনা যুদ্ধবিমান জে-১০সি ও জেএফ-১৭ প্রস্তুতকারী চেঙদু এয়ারক্রাফট করপোরেশন–এর শেয়ারদর ৩০ শতাংশের বেশি বেড়েছে।
উল্লেখ্য, ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল হলো ভারতের বিমানবাহিনীর অন্যতম আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান। বর্তমানে রাফাল যুদ্ধবিমান ভারত, ফ্রান্স, মিসর, ক্রোয়েশিয়া, গ্রিস ও কাতার—এই ছয়টি দেশের কাছে রয়েছে।