১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রক্টরের অফিসে ক্ষমা, তারপরই ছুরিকাঘাতে মৃত্যু

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার।

পারভেজ হত্যাকাণ্ডে এর আগে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেহরাজ, কুমিল্লা থেকে হৃদয় মিয়াজী, এবং মাহাথির হাসান ও আল কামাল শেখসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মামলায় মোট সাতজন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে অনেকে ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পারভেজ হত্যাকাণ্ড ঘটে গত ১৯ এপ্রিল, রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন একটি দোকানে। পারভেজ তার বন্ধুদের সঙ্গে বসে থাকাকালে দুই ছাত্রী অভিযোগ করেন যে, পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন। বিষয়টি জানানো হয় প্রক্টরকে। পারভেজ সেই অভিযোগ অস্বীকার করলেও ক্ষমা চান।

পরবর্তীতে বহিরাগত হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ২৩ এপ্রিল নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫-৩০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

মেঘালয়ে সীমান্তবর্তী এলাকায় কারফিউ

প্রক্টরের অফিসে ক্ষমা, তারপরই ছুরিকাঘাতে মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার।

পারভেজ হত্যাকাণ্ডে এর আগে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেহরাজ, কুমিল্লা থেকে হৃদয় মিয়াজী, এবং মাহাথির হাসান ও আল কামাল শেখসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মামলায় মোট সাতজন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে অনেকে ইতিমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পারভেজ হত্যাকাণ্ড ঘটে গত ১৯ এপ্রিল, রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন একটি দোকানে। পারভেজ তার বন্ধুদের সঙ্গে বসে থাকাকালে দুই ছাত্রী অভিযোগ করেন যে, পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন। বিষয়টি জানানো হয় প্রক্টরকে। পারভেজ সেই অভিযোগ অস্বীকার করলেও ক্ষমা চান।

পরবর্তীতে বহিরাগত হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ২৩ এপ্রিল নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫-৩০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।