
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না।
ভ্যান্স বলেন, “আমরা যা করতে পারি তা হলো— তাদের উত্তেজনা কমাতে কিছুটা উৎসাহ দেওয়ার চেষ্টা। কিন্তু এটা মূলত আমাদের বিষয় নয়, এবং আমরা এমন কোন যুদ্ধে জড়াতে চাই না যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন রাখার নীতিতেই তিনি আস্থাশীল। যদিও ওয়াশিংটন পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক।”
ভারতের কথিত ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি “লজ্জাজনক”, তবে ভারত-পাকিস্তান সংঘর্ষ “খুব দ্রুত” শেষ হবে বলে তিনি আশা করেন।