১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“আ.লীগ নিষিদ্ধে জাতীয় ঐক্য দরকার: বিএনপি নেতা”

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীতে রাজনীতিতে “মুরুব্বি” ও “ত্রাতা” হিসেবে সক্রিয় থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া সারাটা জীবন এই দেশের গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামী দিনেও তিনি দেশের অভিভাবক হিসেবে দিকনির্দেশনা দিয়ে যাবেন।”

শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি যেভাবে মাঠে নেমেছে, এটি এখন একটি জাতীয় ইস্যু। তবে একটি রাজনৈতিক দল নয়, বরং সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণের ঐক্য ছাড়া এটি সম্ভব নয়। এখনও পর্যন্ত সরকার জাতীয় ঐক্যের লক্ষ্যে কোনো গোলটেবিল বৈঠক বা মতবিনিময়ের উদ্যোগ নেয়নি।”
তিনি জানান, বিএনপিও বিষয়টি প্রাথমিকভাবে আলোচনা করছে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে আহমেদ আযম খান বলেন, “পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। এর ফলে উপমহাদেশের সব দেশ, বিশেষত বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই সংযমের পরিচয় দিয়ে উভয় দেশকে আলোচনায় বসার আহ্বান জানাই। ভারতকে আগ্রাসী ভূমিকায় নয়, বরং শান্তির পথে হাঁটতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনির খান ইমন।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথি, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অনেকে।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

📰 জেলেনস্কি ট্রাম্পকে জানিয়েছেন: যুদ্ধবিরতি হলে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

“আ.লীগ নিষিদ্ধে জাতীয় ঐক্য দরকার: বিএনপি নেতা”

প্রকাশিত হয়েছে: ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীতে রাজনীতিতে “মুরুব্বি” ও “ত্রাতা” হিসেবে সক্রিয় থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া সারাটা জীবন এই দেশের গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামী দিনেও তিনি দেশের অভিভাবক হিসেবে দিকনির্দেশনা দিয়ে যাবেন।”

শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি যেভাবে মাঠে নেমেছে, এটি এখন একটি জাতীয় ইস্যু। তবে একটি রাজনৈতিক দল নয়, বরং সকল রাজনৈতিক দল, সরকার এবং জনগণের ঐক্য ছাড়া এটি সম্ভব নয়। এখনও পর্যন্ত সরকার জাতীয় ঐক্যের লক্ষ্যে কোনো গোলটেবিল বৈঠক বা মতবিনিময়ের উদ্যোগ নেয়নি।”
তিনি জানান, বিএনপিও বিষয়টি প্রাথমিকভাবে আলোচনা করছে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে আহমেদ আযম খান বলেন, “পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। এর ফলে উপমহাদেশের সব দেশ, বিশেষত বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই সংযমের পরিচয় দিয়ে উভয় দেশকে আলোচনায় বসার আহ্বান জানাই। ভারতকে আগ্রাসী ভূমিকায় নয়, বরং শান্তির পথে হাঁটতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনির খান ইমন।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বীথি, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অনেকে।