عَنْ عُمَرَ قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِندَ رَسُولِ اللهِ ﷺ ذَاتَ يَوْمٍ، إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ، شَدِيدُ سَوَادِ الشَّعَرِ، لَا يُرَىٰ عَلَيْهِ أَثَرُ السَّفَرِ، وَلَا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ...
ثم قال: "فَأَخْبِرْنِي عَنِ الْإِيمَانِ"، قال: "أَنْ تُؤْمِنَ بِاللَّهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ..."
🔍 বাংলা অনুবাদ (সংক্ষেপে):
উমর ইবনুল খাত্তাব (রাযি.) বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ ﷺ-এর পাশে বসে ছিলাম। হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে রাসূলুল্লাহ ﷺ-এর সামনে বসে প্রশ্ন করতে শুরু করল:
প্রথমে সে জিজ্ঞেস করল:
“আমাকে বলো ইসলাম কী?”
রাসূল ﷺ উত্তর দিলেন:
“শাহাদত দেওয়া, সালাত আদায়, যাকাত প্রদান, রমজানের রোযা রাখা ও হজ করা।”
পরে সে জিজ্ঞেস করল:
“ঈমান কী?”
তিনি ﷺ বললেন:
“আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, পরকাল ও তাকদির (ভাগ্য)—সবকিছুর প্রতি বিশ্বাস।”
সবশেষে ব্যক্তি চলে গেলে রাসূল ﷺ সাহাবিদের বললেন:
“এই ব্যক্তি ছিলেন জিবরীল (আলাইহিস সালাম)। তিনি এসেছিলেন তোমাদের দ্বীন শিক্ষা দিতে।”
📚 সূত্র: সহীহ মুসলিম: হাদিস ৮ | সহীহ বুখারী: পরবর্তী অধ্যায়ে বিস্তারিত
✅ এই হাদিস থেকে কী শিখি:
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।