০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়ার আতঙ্কে যাত্রীরা, বাস মালিকরা বলছেন ‘নিয়ম মানা হবে’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৬ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন থেকে ২৯ মে’র বাস টিকিট সংগ্রহ করা যাবে।

বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ওই দিন থেকে অনলাইন ও সরাসরি কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা কেবলমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। “অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সকল পরিবহন মালিককে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে,”— বলেন রাকেশ।

তিনি আরও জানান, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি দেখা দিয়েছিল। কারণ এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। এ প্রসঙ্গে তিনি বলেন, “এবার এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও যাত্রীদের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। পরিবহন মালিকরা যেন সেবার মান ও ভাড়ার মধ্যে ভারসাম্য রাখেন, সেই অনুরোধ জানানো হয়েছে।”

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সময়মতো অগ্রিম টিকিট বিক্রি ও সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে চলতি ঈদযাত্রা হবে আগের চেয়ে স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

অতিরিক্ত ভাড়ার আতঙ্কে যাত্রীরা, বাস মালিকরা বলছেন ‘নিয়ম মানা হবে’

অতিরিক্ত ভাড়ার আতঙ্কে যাত্রীরা, বাস মালিকরা বলছেন ‘নিয়ম মানা হবে’

প্রকাশিত হয়েছে: ১১:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৬ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন থেকে ২৯ মে’র বাস টিকিট সংগ্রহ করা যাবে।

বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ওই দিন থেকে অনলাইন ও সরাসরি কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা কেবলমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। “অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সকল পরিবহন মালিককে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে,”— বলেন রাকেশ।

তিনি আরও জানান, গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ও বিভ্রান্তি দেখা দিয়েছিল। কারণ এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। এ প্রসঙ্গে তিনি বলেন, “এবার এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও যাত্রীদের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে। পরিবহন মালিকরা যেন সেবার মান ও ভাড়ার মধ্যে ভারসাম্য রাখেন, সেই অনুরোধ জানানো হয়েছে।”

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সময়মতো অগ্রিম টিকিট বিক্রি ও সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে চলতি ঈদযাত্রা হবে আগের চেয়ে স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ।