সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে ইসরায়েল প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আত্মরক্ষার অধিকারকে আমরা সমর্থন করি।”
বিবৃতিতে আরও বলা হয়, “যে কোনো রাষ্ট্রের মতো ভারতও তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় সরকারের অবস্থানকে সম্মান করি।”
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই অবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এটি শুধু দ্বিপাক্ষিক ঘনিষ্ঠতার প্রতিফলন নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করছে।
অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও ইসলামাবাদে কূটনৈতিক পর্যায়ে অসন্তোষ বিরাজ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ইতিপূর্বেও প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে ভারত ও ইসরায়েলের সম্পর্ক দৃঢ় ছিল। বিশেষ করে সামরিক প্রযুক্তি, ড্রোন এবং নজরদারি ব্যবস্থায় ইসরায়েল ভারতের অন্যতম প্রধান অংশীদার।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।