
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আবারও আইপিএলে সুযোগ পেলেন। চলমান আসরের বাকি অংশের জন্য দিল্লি ক্যাপিটালস তাকে দলে ভিড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ কোটি রুপির বিনিময়ে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে তারা।
দলের একজন মূল বোলার ইনজুরিতে পড়ায় দিল্লি ক্যাপিটালস দ্রুত একজন অভিজ্ঞ বোলার খুঁজছিল। সেখানেই নজরে পড়ে মুস্তাফিজের নাম। ২০২১ সালেও দিল্লির হয়ে খেলেছিলেন এই বাঁহাতি পেসার।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাওয়া মুস্তাফিজের এই চুক্তি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের বিষয়।
চলমান আইপিএলে দিল্লির পারফরম্যান্স কিছুটা মিশ্র হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে মরিয়া দলটি। মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলার দলে যোগ দেওয়ায় বোলিং বিভাগে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেই ধারণা বিশ্লেষকদের।
এর আগে মুস্তাফিজ রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও আইপিএল খেলেছেন।