এর বাছাই পর্বে আজ অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি গোলশূন্য (০-০) ড্র হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দুই দলের রক্ষণভাগই বেশ দৃঢ় ভূমিকা রাখে।
দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়। ম্যাচ জুড়ে উত্তেজনা থাকলেও আক্রমণভাগে ছিল নিষ্প্রভতা। বাংলাদেশ দলের গোলরক্ষক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
এই ড্রয়ের ফলে দুই দলই এক পয়েন্ট করে অর্জন করেছে, যা গ্রুপের বাকি ম্যাচগুলোর আগে টেবিলের সমীকরণকে কিছুটা জটিল করে তুলেছে।
⚽ বাংলাদেশ দলের কোচ বলেন,
“ছেলেরা ভালো লড়েছে। গোল না পেলেও পয়েন্ট আদায় করতে পেরেছে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।”
🇮🇳 ভারতীয় কোচ জানান,
“আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। তবে প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে ক্লিন শিট ধরে রাখতে পেরেছি, এটাও ইতিবাচক।”
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।