কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে মতিউর রহমান (৩০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যার কিছু আগে নিয়ামতপুর ইউনিয়নের চামড়া বন্দরের তালুক বন্দ হাওরে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল আশিদের ছেলে।
স্বজনদের বরাতে জানা গেছে, মতিউর রহমান শুক্রবার সন্ধ্যার আগে বাড়ির পাশে নদীর পাড় থেকে ট্রাকে ধান বোঝাই করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তহমিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত মতিউর ছিলেন পরিশ্রমী ও সৎ কৃষক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষ করে খোলা মাঠ বা হাওরে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।