
নওগাঁর পত্নীতলায় মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৮ মে) ভোররাতে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল বোতলগুলো উদ্ধার করে। মাদকগুলো সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে আনার সময় পাচারকারীরা ফেলে পালিয়ে যায় বলে ধারণা করছে বিজিবি।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা। এসব মাদক পরবর্তীতে ধ্বংসের জন্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। বিজিবি বলছে, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।