সাতক্ষীরার তালা উপজেলায় ৩৫ জন সাংবাদিক বহনকারী একটি কোস্টার মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে তালা উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলাম কাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন, তবে গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সাংবাদিকদের বহনকারী বাসটি সাতক্ষীরায় একটি সংবাদ সম্মেলন শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
এক আহত সাংবাদিক সামাজিক মাধ্যমে লিখেছেন, “ঘাড়ে আঘাত পেয়েছি, কথা বলতে কষ্ট হচ্ছে। কয়েকজন শরীরের ওপর পড়ে যাওয়ায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, মনে হচ্ছে মৃত্যু কাছ থেকে ফিরে এলাম।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাম্প্রতিক বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে এবং পর্যাপ্ত পাথরের অভাবে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক দোকানদার বলেন, “এই মোড়ে এর আগেও ট্রাক উল্টেছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”
পাটকেলঘাটা থানার ওসি মাইনউদ্দিন বলেন, “বাসটি রাস্তার পাশে পড়ে গেছে। হতাহতের কোনো বড় ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।”
তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক উদ্ধার কাজ চালায়। বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ Abdus Salam
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।